শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০১৯

এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম

ঝিনাইদহের শৈলকুপায় লিসন হাসান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কৃত্তিনগর ক্যানেলের ব্রিজ সংলগ্ন এলাকায় তার উপর হামলা চালানো হয়। আহত শিক্ষার্থী শৈলকুপার সারুটিয়া গ্রামের কৃষক গোলাম রসুলের ছেলে। লিসনের চাচা মাসুদ জানান, সকালে মটর সাইকেলযোগে কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল লিসন। এ সময় গোসাইডাঙ্গা গ্রামের ইউপি সদস্য বাপ্পি হাসান ১০/১২ জন লোক নিয়ে লিসনকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাতলাগাড়ী বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠায়। লিসন রক্তাক্ত অবস্থায় পরীক্ষায় অংশগ্রহন শেষে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হামলার বিষয়টি তিনি শুনে শৈলকুপা থানার ওসিকে মামলা রেকর্ডের নির্দেশ দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close