ইমরান হোসাইন, পাথরঘাটা (বরগুনা)

  ০৭ জানুয়ারি, ২০১৯

পাথরঘাটায় রোপা আমনের বাম্পার ফলন

বরগুনার পাথরঘাটা কৃষি প্রধান এলাকা হিসেবে অন্যতম। উপজেলার সাতটি ইউনিয়নে ফসলের মাঠে এখন সোনালী ধানের ঝিলিক দেখা যাচ্ছে। কোথাও কোথাও আংশিক আধাপাকা থাকলেও প্রায় মাঠেই এখন ধান পেকে সোনালী রূপ ধারণ করেছে। জানা গেছে, চলতি মৌসুমে আশানুরূপ বৃষ্টি কম হওয়ায় এবার রোপা আমন নিয়ে শঙ্কায় ছিল কৃষক। তবে শেষের দিকে কয়েক দফা বৃষ্টি হওয়ায় সকল বৈরিতা কাটিয়ে আমনের ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার ৭ ইউনিয়নে এবার ১৭ হাজার ৪৫০ হেক্টর রোপা আমনের লক্ষ্যমাত্রা অটুট আছে। পোকার আক্রমণ আর নানা রোগ-বালাইয়ের পরও এবার আমনের বাম্পার ফলনের সুবাস পাচ্ছেন কৃষকরা। কৃষক পরিবারে এখন ধানের মৌ মৌ গন্ধ। মাঠে মাঠে আনন্দে ধান কাটছে চাষিরা। সরেজমিন দেখা গেছে, সোনালী ফসলের মনোরম দৃশ্য এখন গোটা উপজেলার মাঠ জুঁড়ে। ইতিমধ্যেই শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ধান কাটার মহোৎসবে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা। শীতের সকাল থেকে সন্ধা পর্যন্ত মাঠে-মাঠে ফসল কাটার চিরাচারিত দৃশ্য দেখা যাচ্ছে গ্রামজুড়ে। কৃষকরা একদিকে ধান কেটে বাড়ির আঙ্গিনায় জড়ো করছেন। অপরদিকে সেই ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। মাড়াই শেষে বাকি কাজ সম্পন্ন করে গোলায় তোলার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষাণীরা। চলছে উপজেলার গ্রামে-গ্রামে ও মাঠের পর মাঠ সোনালী ফসল ঘরে তোলার মহাউৎসব। বাতাসে ছড়ানো আমনের মৌ- মৌ গন্ধ আর কৃষক-কৃষাণীদের ফসল ঘরে তোলার কর্মব্যাস্ততা এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল জানান, প্রাকৃতিক প্রতিকূলতা স্বত্বেও রোপা আমন ধান চাষাবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ধানের ফলনও ভালো হয়েছে। আমাদের দেশের স্বনির্ভরতার সবচেয়ে বড় অর্জন এই ধান। তাই ধান চাষাবাদে সবাইকেই এগিয়ে আসতে হবে। তবে আশা করা হচ্ছে কৃষকেরা আশানারুপ ফলন গোলায় তুলতে পারবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close