চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ০৬ ডিসেম্বর, ২০১৮

শিবগঞ্জ সীমান্তে ৩টি ওয়ানশুটার পিস্তল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় তিনটি ওয়ানশুটার পিস্তল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়ন। গতকাল বুধবার এ অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের বাংলাদেশের অভ্যন্তরে মাসুদপুর বিওপি এলাকায় তারাপুর মাঠ এলাকায় দুজন অজ্ঞাত ব্যক্তি একটি অস্ত্রের চালান ভারত থেকে দেশে আনছে। রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম ও ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার, পিএসসির নেতৃত্বে মাসুদপুর বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা মাঠে তিনটি ওয়ান শুটার পিস্তল ফেলে পালিয়ে গেলে বিজিবি সেগুলো উদ্ধার করে। অস্ত্রগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে জানায় বিজিবি। উদ্ধারকৃত অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক সাজ্জাদ সরোয়ার, পিএসসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close