কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ১১ নভেম্বর, ২০১৮

কেন্দুয়ায় প্রধান শিক্ষককে শোকজ ও অপসারণের দাবি

নেত্রকোনার কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস চৌধুরীর অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। তার বিরুদ্ধে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে বেত্রাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে স্কুলের সামনে প্রায় ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম মানববন্ধনকারী, ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক ভূঁঞা, অভিভাবক সভাপতি সলিমউদ্দিন, সদস্য উমর ফারুক ও শিক্ষকসহ অপস্থিতদের ডেকে নিয়ে তাদের কথা শুনেন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে শিক্ষার্থীদের ক্লাসে পাঠান। এ সময় ইউএনও বলেন, ‘পুরো বিষয়টি আমি অবগত আছি। প্রধান শিক্ষক বিলকিস চৌধুরীকে শোকজের নোটিস দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে। এ ছাড়া বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত স্কুলের সব কার্যক্রম থেকে তাকে বিরত রাখা হয়েছে। উল্লেখ্য, গত ৫ নভেম্বর স্কুলের বেঞ্চে কালি লাগানোর অভিযোগে প্রথম শ্রেণির শিক্ষার্থী পূজা রানী দেবনাথকে নির্মমভাবে বেত্রাঘাতে আহত করার অভিযোগ ওঠে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close