যশোর প্রতিনিধি

  ১৮ অক্টোবর, ২০১৮

৩০ লাখ শহীদ স্মরণে বৃক্ষরোপণ

সারাদেশে এ মৌসুমে ২১ লক্ষাধিক গাছের চারা রোপন করেছে জাগরণী চক্র ফাউন্ডেশন। ‘মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের স্মরণে ৩০ লাখ গাছের চারা রোপনের সরকারি ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে বেসরকারি উন্নয়ন সংস্থাটি এ গাছের চারা রোপন করেন। এ উপলক্ষে গতকাল বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজু জানান, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ৩০ লাখ শহিদের আত্মদান। এই শহিদদের স্মরণে ৩০ লাখ বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে আমরা কর্ম এলাকায় বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেই।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাগরণী চক্র ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক অদিতি আরজু, পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজ ও পরিচালক (মাইক্রোফাইন্যান্স) আজিজুল হক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close