সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ১৫ অক্টোবর, ২০১৮

জমি নিয়ে বিরোধ

সোনারগাঁয়ে ৩ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার অফিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে উপজেলার গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন আক্তার হোসেন এবং তার দুই ছেলে আল আমিন ও মাসুদ মিয়া। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মাসুদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গঙ্গানগর এলাকার আক্তার হোসেনের পরিবারের সঙ্গে একই এলাকার মৃত আছমত আলীর ছেলে হেলু মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে রোববার সকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলু মিয়া ও তার ছেলে বাবুল মিয়া এবং তাদের সহযোগি শাহিন মিয়া, শারবিনসহ ৭/৮ মিলে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় রামদা, ছোরা, লোহার রড নিয়ে হামলা চালায়। আক্তার হোসেন ও তার দুই ছেলে আল আমিন এবং মাসুদ মিয়া কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close