পাবনা প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৮

পাবনায় মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি

সকল ক্ষেত্রে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে পাবনায় মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখা। গতকাল মঙ্গলবার জেলা প্রসক্লাবের সামনে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধা মঞ্চ জেলা মুখপত্র ইঞ্জি. রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক শফিকুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার আহ্বায়ক লুৎফর বারি, সদস্য সচিব জহরুল হক প্রিন্স, শিক্ষক সমিতির সভাপতি একরামুল কবীর মামুন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক, সাবেক ছাত্রলীগ সভাপতি আহম্মেদ শরীফ ডাবলু, পাবিপ্রবি শাখার সভাপতি ফয়সাল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা, মুক্তিযোদ্ধা পরিবারের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সুরক্ষা আইন, রাজাকারের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ না দেওয়া ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দবি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close