আকবর হোসেন, লাকসাম প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৮

মোঃ তাজুল ইসলাম এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

এগিয়ে চলছে গাজীমুড়া গণিপুর-মুন্সিরহাট সড়ক নির্মাণ

বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ তাজুল ইসলাম এমপির আন্তরিকতায় দীর্ঘদিনের অবহেলিত লাকসাম উপজেলার গাজীমুড়া-গণিপুর-মুন্সিরহাট সড়কটির পাকাকরণের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। প্রায় ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১০ ফিটের সড়কটি নির্মিত হচ্ছে। গতকাল সোমবার রাস্তাটির কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। অল্প কয়েকদিনের মধ্য প্রায় দেড় কিলোমিটার রাস্তাটির নির্মাণকাজ শেষ হবে। দীর্ঘদিন অবহেলিত থাকার পর রাস্তাটি করে দেওয়ায় গাজীমুড়া-গণিপুর ও মুন্সিরহাট এলাকার জনগণ মোঃ তাজুল ইসলাম এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা এলজিইডি কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে কাজটি দ্রুতগতিতে এগিয়ে চলছে।

উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত জানান, স্থানীয় সংসদ সদস্য (মনোহরগঞ্জ-লাকসাম) মোঃ তাজুল ইসলামর আন্তরিক প্রচেষ্টায় এই রাস্তাটির কাজ চলমান। রাস্তাটির কাজ যাতে ভালো হয় সে লক্ষ্যে আমরা প্রতিদিন কাজ চলাকালীন রাস্তা পরিদর্শন করছি। আশা করছি, আগামী অল্প কয়েকদিনের মধ্যে এই রাস্তাটির কাজ শেষ হবে। সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close