শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৮

শ্রীপুরে জমি নিয়ে রিরোধের জেরে প্রতিমা ভাঙচুর

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে রিরোধের জেরে কালিমন্দিরের ৭টি মুর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। গত রোববার রাতের মুর্তিগুলো ভাঙা হয়েছে বলে অভিযোগ করেছেন পুরহিত প্রদীপ চক্রবর্তী। ঘটনাটি কাওরাই ইউনিয়নের সোনাব বটতলা এলাকায় ঘটে। মন্দির সংশিষ্টরা জানান, ১৯৫৯ সাল থেকেই মোট আটাশ শতাংশ জমিতে দুটি মন্দির পাশাপাশি প্রতিষ্ঠিত। সম্প্রতি মন্দিরের কিছু জায়গা স্থানীয় আবুল হাসেন ফকির নামের এক ব্যক্তি নিজেদের দাবি করে দখল করে। আবুল হাসেন ফকিরের দুই ছেলে সুজন ফকির ও সম্রাট ফকির গত শনিবার দখলকৃত জমিতে গাছ রোপন করছিলেন। এ সময় সুনীল বর্মণ নামের এক পূজারী মন্দিরের জায়গায় গাছ রোপন করতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে প্রদীপ চক্রবর্তী বাদি হয়ে এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা করেন।

পরে গতকাল সোমবার সকালে এক পূজারী মূর্তি ভাঙা দেখতে পেয়ে পুরহিতকে খবর দেয়। মন্দিরের পোরহিত প্রদীপ চক্রবর্তী বলেন, ‘আমাদের মন্দিরের জমি জবরদখল করে রাখায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা গত রোববার রাতে মুর্তিগুলো ভেঙেছে বলে মনে হয়। এ ঘটনাটি থানায় জানানো হয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত আবুল হাসেন ফকিরের সঙ্গে কথা বলতে তাঁর বাড়িতে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি।

এসআই মোহাম্মদ মুমিন বলেন, ‘মন্দির কর্তৃপক্ষ ঘটনাটি আমাদের জানিয়েছেন। মন্দিরের কিছু জায়গা নিয়ে পাশ্বর্তী কয়েকজনের সঙ্গে প্রদীপ চক্রবর্তীর ঝগড়ার ঘটনার অভিযোগ পেয়ে আমি গত রোববার সেখানে গিয়েছিলাম। মূর্তি ভাংচুরের খবর পেয়ে এখন আমরা আবারও ঘটনাস্থলে যাচ্ছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close