মেহেরপুর প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

স্বামী হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন

মেহেরপুরে স্বামী হত্যার অপরাধে ফুলঝুড়ি নন্দিতা নামের এক নারীকে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ আদেশ দেন। একই সঙ্গে আসামির ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরো তিন মাসের জেল দেওয়া হয়েছে। মামলায় অপর দুই আসামি আবদুল করিম ও মোহাম্মদকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দ-প্রাপ্ত ফুলঝুড়ি নন্দিতা মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের আবদুল করিমের মেয়ে।

মামলা বিবরণে জানা গেছে, ২০১২ সালে মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের আনছার আলী বিশ্বাসের ছেলে ফিরোজ আলীর সঙ্গে একই উপজেলার ভবেরপাড়া গ্রামের আবদুল করিমের মেয়ে ফুলঝুড়ি নন্দিতার বিয়ে হয়। বিয়ের চার মাস পর ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর ফিরোজ আলী শ্বশুরবাড়ি বেড়াতে যায়। ওই দিন রাতেই ফুলঝুড়ি দাম্পত্য কলহের জের ধরে তার স্বামীকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় আনছার আলী বিশ্বাস বাদী হয়ে ফুলঝুড়ি নন্দিতাকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত

রোববার এ রায় দিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close