উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৪ আগস্ট, ২০১৮

উল্লাপাড়ায় সরকারি জায়গা অবৈধ দখল

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভৈরব এলাকায় এলজিইডির প্রায় দেড় বিঘা জায়গা অবৈধভাবে দখল করেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী। দখলকৃত জায়গার বাজার মূল্য প্রায় ২০ থেকে ২২ লাখ টাকা হবে।

স্থানীয়রা জানান, গাঁড়াদহ বকুলতলা-লাহিড়ী মোহনপুর সড়কের ভৈরব ব্রিজের পাশে পড়ে থাকা সরকারি জায়গার অবৈধ দখল নিয়েছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী। অবৈধ দখলদারদের মধ্যে মো. আবদুল জলিল ও তার দুই ভাই মিলে সবচেয়ে বেশি পরিমাণ প্রায় ১৮ শতক জায়গায় দোকান-ঘর তুলেছে। এ ছাড়া আরো কয়েকজন দোকান-ঘর তুলেছে।

অবৈধ দখলদার মো. আবদুল জলিল বলেন, প্রায় আড়াই লাখ টাকা খরচ করে মাটি ভরাট করে দোকান-ঘর তুলেছি। সরকারি জায়গা দখলে নেওয়া অবৈধ তবে তাকে কেউ বাধা দেয়নি।

তিনি জোর দিয়ে বলেন, সরকারি জায়গা হলেও ঘর তুলেছি। সরকার পারলে ভেঙে দেবে।

উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা ছিল না। তিনি অফিস থেকে বিষয়টি তদন্ত করাবেন এবং এলজিইডির জায়গা অবৈধভাবে কেউ দখলে রাখতে পারবে না।

উল্লাপাড়ার ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, সরকারি জায়গা অবৈধ দখলে নেওয়া বড় ধরনের অপরাধ। সরকারি জায়গার অবৈধ দখলমুক্ত করতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close