কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ১২ আগস্ট, ২০১৮

‘বঙ্গবন্ধুর আত্মত্যাগের লক্ষ্য ছিল ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়া’

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দ্রুত বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আগামী ২০৪১ সালে বাংলাদেশ স্থান করে নেবে উন্নত দেশের কাতারে। প্রতিষ্ঠিত হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত শোষণহীন সোনার বাংলা। যা ছিল বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের আত্মত্যাগের মূল লক্ষ্য। গতকাল শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৫ আগস্টের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। প্রতিমন্ত্রী আরো বলেন, তার এক আঙ্গুগুলি হেলনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলার আপামর জনতা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। আর এই স্বাধীন দেশেই ঘাতকরা বঙ্গবন্ধুর মতো মহান নেতার বুকে বুলেটে গোটা দেশ ও জাতিকে স্তব্ধ করে দিয়েছিল।

তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, আওয়ামী লীগ নেতা আবুবকর চৌধুরী, মাইনুল ইসলাম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close