নাটোর প্রতিনিধি

  ০৯ জুলাই, ২০১৮

কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

নাটোরের পশ্চিম হাগুড়িয়া এলাকা থেকে কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। গত শনিবার রাতে এনডিসি অনিন্দ্য ম-লের নেতৃত্বে সদর উপজেলার পশ্চিম হাগুড়িয়া এলাকার কালু প্রামাণিকের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে কালু শেখ ও তার স্ত্রী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে মূর্তিটি হাজির করা হয়। এ সময় জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাটোরের এনডিসি অনিন্দ্য ম-ল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম হাগুড়িয়া এলাকার কালু প্রামাণিকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার মূর্তিটি বর্তমানে জেলা প্রশাসনের ট্রেজারি শাখায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist