পটুয়াখালী প্রতিনিধি

  ৩০ জুন, ২০১৮

পটুয়াখালীতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা

‘আসুন পরিবেশ রক্ষা করার জন্য সবাই একটি করে গাছ লাগাই’ এই সেøাগানকে সামনে রেখে পটুয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় পটুয়াখালী সার্কিট হাউস থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্যায়ামাগার চত্বরে ফিতা কেটে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান। এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, পুলিশ সুপার মইনুল হাসান, কৃষি সম্পসারণ অধিদফতরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন আকন, জেলা জাসদের সম্পাদক স ম দেলওয়ার হোসেন দিলিপ প্রমুখ। মেলা প্রতিদিন সকান ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০টি স্টল অংশগ্রহণ করেছে। এ ছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist