শাবিপ্রবি প্রতিনিধি

  ১২ মে, ২০১৮

শাবি ছাত্রলীগের ৯ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নয় নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি। গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নিবার্হী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক তাদের আবেদনের প্রেক্ষিতে এই বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলো।

বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন শাখা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ জুয়েম, যুগ্মসম্পাদক আশরাফুল আলম অন্তু, উপমুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লক্ষণ চন্দ্র বর্মণ, সদস্য মুনকির কাজী, কাজী তৌফিকুর রহমান তন্ময়, বাসির মিয়া, কর্মী মেহের উদ্দিন হিমেল, রায়হান আহমেদ ও শরিফুল মালেক শরিফ। প্রসঙ্গত, গত ২০ মার্চ রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ^বিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন একটি রেস্টুরেন্টে শাখা ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে ১২ নেতাকর্মীকে বহিস্কারের সিদ্ধান্ত নেয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist