আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ২৮ এপ্রিল, ২০১৮

২ হাজার ৫৪০ জন কৃষককে সহায়তা

বরগুনার আমতলীতে কৃষি পুনর্বাসনের আওতায় আউশ মৌসুমের জন্য দুই হাজার ৫৪০ জন কৃষকের মাঝে সার, বীজ ও সেচ সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

ইউএনও (ভারপ্রাপ্ত) কমলেশ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জি এম দেলওয়ার হোসেন, আমতলী পৌর মেয়র ও আ.লীগের সম্পাদক মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, বরগুনা জেলা আ.লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।

পরে উপজেলার দুই হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে আউশ প্রেরণা ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও সেচ সহায়তা বাবদ ৫০০ টাকা বিতরণ করা হয়। এছাড়া ৪০ জন নেরিকা ধান চাষিকে ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও এক হাজার করে টাকা বিতরণ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist