জাককানইবি প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০১৮

ছয় মাস অফিসে আসছেন না জাককানইবি ট্রেজারার

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ট্রেজারার প্রফেসর ড. এএমএম শামসুর রহমান ছয় মাস যাবত বিশ্ববিদ্যালয়ের অফিসে আসেন না। ফলে ট্রেজারারের অনুপস্থিতেই চলছে বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের কাজ।

গত বছরের অক্টোবরে ট্রেজারার এএএম শামসুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠার পর শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসে আসতে পারেননি তিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন দুই দফায় শোকজ নোটিশ দিয়েছেন ট্রেজারারকে শামসুর রহমানকে।

এ বিষয়ে ট্রেজারার এএমএম শামসুর রহমান বলেন, অফিসে না গিয়েও এই বিভাগে কাজের সুযোগ আছে তাই বাসায় বসেই কাজ সম্পন্ন করছি। তাছাড়া আমি যে কক্ষে বসি তা বর্তমানে উপাচার্য ব্যবহার করছেন। কারণ উপাচার্য কক্ষের সংস্কার কাজ চলছে। সংস্কার কাজ শেষ হলেই দপ্তরে আসবো।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ূন কবীর জানান, ট্রেজারার শারীরিক অসুস্থতার কারণে বাসায় বসেই কাজ করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist