ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৮ মার্চ, ২০১৮

গাঁজার তথ্য গোপন করায় ৬ পুলিশ বরখাস্ত

মাদক সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের ছয়জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাদের সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেনÑকসবা থানার এসআই শ্যামল মজুমদার, মনির হোসেন, এএসআই ফারুক, সালাউদ্দিন, কনস্টেবল শাহজাহান ও কাশেম। প্রশাসনিক কারণ দেখিয়ে তাদের বরখাস্ত করা হলেও বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশের সপুার (প্রশাসন) ইকবাল হোসেনকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। জানা গেছে, গত মঙ্গলবার সকালে কসবা উপজেলার টিআলী মোড় থেকে দুটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করে এসআই শ্যামল ও মনিরের নেতৃত্বে পুলিশের একটি দলটি। তবে তারা মাত্র ৪০ কজি গাঁজা থানায় জমা দিয়ে বাকি গাঁজা থানার পাশের একটি ঝোঁপে লুকিয়ে রাখেন। এ ঘটনার পর রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই ঝোঁপ থেকে গাঁজা উদ্ধার করেন। তবে কি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে সেটি জানা যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist