ফরিদপুর প্রতিনিধি

  ০১ মার্চ, ২০১৮

এক খালে ৪০টি বাঁধ দিয়ে ইটভাটার রাস্তা

ফরিদপুর শহর রক্ষা বাঁধের টেপাখোলা ¯øুইচ গেইট থেকে ফরিদপুরে সীমানা পেরিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ মহাসড়ক পর্যন্ত ১৫ কিলোমিটার খালে ৪০টি বাঁধ দিয়েছে ৩৭জন ইটভাটা মালিক। ফলে খালটিতে আসা পানির প্রবাহ বন্ধ হয়ে এখন ছোট ছোট গর্তে পরিণত হয়েছে। পানি আসার কোন পথ না থাকায় পানি শূন্য হয়ে পড়ছে খালটি। এতে খাল পাড়ের কয়েক হাজার হেক্টর জমিতে কৃষি কাজের সেচ ব্যবস্থায় ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক।

সরেজমিনে ওই এলাকা ঘুরে দেখা গেছে, মিলন পালের এমপিএ, ওয়াহিদ মিয়া কুটির এমজেডএম, মুজিবুর মাতুব্বরের এমএমবি, আ: লতিফ মিয়া, আব্দুস সালাম, মাহমুদ, পান্নু, শহীদ, মহসীন, সিদ্দিক, শাহজাহান, খলিফা কামাল, সরোয়ার, জলিল খান, রেজওয়ান মোল্যাসহ ২৫জন মালিকের ৩৭টি ইটভাটা নিয়মনীতির তোয়াক্কা না করে ইট ভাটায় ট্রাক প্রবেশের জন্য খাল বন্ধ করে রাস্তা নির্মাণ করেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। আব্দুর রাজ্জাক নামের এক কৃষক বলেন, ‘যে জমিতে ফসল ফলাতাম সেটি এখন ইটভাটা। তারপর বাকি যে জায়গাটুকু আছে তাতেও কৃষি কাজ করা যাচ্ছে না। আশেপাশে পানি উঠানো কোনো মেশিন বসানো নেই। আগে এই খালের পানি দিয়েই সেচের কাজ চলতো। এখনতো ভাটা মালিকেরা খাল বন্ধ করে দিয়ে রাস্তা বানিয়েছে। ’

কৃষক বিল্টু সাহা প্রতিদিনের সংবাদকে বলেন, ‘শুধু কি খাল বন্ধ করেছে। ইটের ভাটায় ব্যবহৃত হচ্ছে ট্রাক্টর। এসব ট্রাক্টর কৃষিকাজে ব্যবহারের জন্য সরকার দেওয়া। অথচ সেই ট্রাক্টর দিয়ে চলছে পরিবেশ ধ্বংসকারী ইটভাটার মাটি আনা নেওয়ার কাজ।’ মুজিবর মাতুব্বর নামের ইটভাটা মালিক দাবি করেছেন, খালের উপর প্রত্যেক ইটভাটা মালিক যে অংশটুকু ভরাট করেছে তা পানি উন্নয়ন বোর্ডের কাজ থেকে লিজ নেওয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist