ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০১৮

ঈশ্বরগঞ্জে শেখ রাসেল স্কুলের যাত্রা শুরু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যালয় বিহীন একটি গ্রামে শিক্ষার আলো ছড়াতে গ্রামবাসীর উদ্যোগে শেখ রাসেল বিদ্যানিকেতনের যাত্রা শুরু হয়েছে। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে ৭২ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু করা হয়েছে। উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মধুপুর-ইটাউলিয়া গ্রামে কোনো বিদ্যালয় নেই। গ্রামের শিক্ষার্থীদের দূরের বিদ্যালয়ে গিয়ে প্রাথমিক পাঠ নিতে হয়। এতে শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ কমতে থাকায় গ্রামবাসীর উদ্যোগে একটি বিদ্যালয় স্থাপন করা হয়েছে। গ্রামের কিছু মানুষ অর্থ সংগ্রহ করে বিনামূল্যে শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করানোর জন্য বিদ্যালয়টি স্থাপন করেন। ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. কাজল মিয়ার প্রচেষ্ঠার কৃষক লীগের সভাপতি শেখ রাব্বি রতনের সহযোগিতায় এবং হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি বিদ্যালয়টির জন্য জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। পরে এক আলোচনা সভায় শেখ রাসেল বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মো. নূরুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো, আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুদ্দিন ভুঁইয়া, জমিদাতা হেলাল উদ্দিন ও কৃষক লীগ সভাপতি শেখ রাব্বি রতন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist