রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০১৮

আগাম বাঙ্গি চাষে ব্যস্ত মাদারীপুরের কৃষক

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের শত শত কৃষক বর্তমানে আগাম বাঙ্গি চাষে ব্যস্ত সময় পার করছেন। আগাম বাঙ্গি চাষ করে লাভবান হচ্ছে মাদারীপুরের কৃষকরা। প্রতিবছর এখানকার আগাম বাঙ্গির ফলন ভাল হওয়ায় এবং বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় চাষীরা আগাম বাঙ্গি চাষে ঝুঁকে পড়েছে। জানা গেছে, বিগত কয়েক বছরের ভয়াবহ বন্যায় মাদারীপুরের কয়েক শ হেক্টর আবাদি জমিতে বালুর স্তর পড়ায় কৃষকদের জীবনে নেমে আসে এক ভয়াবহ বিপর্যয়। অনাবাদী হয়ে পড়ে শত শত হেক্টর জমি। বালু অপসারণ করে কৃষকদের ভাগ্যের চাকা বদলে দিতে শুরু করে আগাম বাঙ্গি চাষ। বাঙ্গি চাষে সফলতা আসতে শুরু করায় এ চাষে আবাদী জমির পরিমাণ ও কৃষকের সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রতি বছরই লক্ষ্য মাত্রার চেয়ে বেশি জমিতে বাঙ্গি চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা। মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার চারটি উপজেলায় এ বছর ১১০ হেক্টর জমিতে বাঙ্গি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে রাজৈরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৩ হেক্টর জমি। ৪৩ হেক্টরের মধ্যে ৩৫ হেক্টরই চাষাবাদ করা হয়েছে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নে। এ ইউনিয়নের সুতারকান্দি, গঙ্গাবদ্দী, নয়াকান্দি ও কোদালিয়া গ্রামের শতাধিক কৃষকসহ মাদারীপুরের আগাম বাঙ্গি চাষীরা ব্যাপক মুনাফা অর্জন করছে। বাঙ্গি চাষ করে সবারই অভাব দূর হয়েছে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে আগাম বাঙ্গি চাষাবাদ শুরু হওয়ার কথা থাকলেও এবছর বৃষ্টিপাতের কারণে বাঙ্গি চাষে কিছুটা বিলম্ব হচ্ছে। অন্যান্য বছর অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে শুরু করে ৩০ অক্টোবরের মধ্যে আগাম বাঙ্গির চাষাবাদের কাজ সম্পন্ন করা হয়। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বাঙ্গি ফসল উঠতে শুরু করে। বাজিতপুরের সুতারকান্দি গ্রামের আব্দুল আলিম ফকির জানান, তিনি ৫২ শতকের ৯বিঘা জমিতে আগাম বাঙ্গি চাষ করেছেন। তার প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে ৯ থেকে ১০ হাজার টাকা। তার বিঘা প্রতি লাভ হবে ৫০ থেকে ৬০ হাজার টাকা। এ বছর তার জমিতে আশানুরূপ ভাল ফলন পাবেন বলেও তিনি আশাবাদী। কৃষি বিভাগ থেকে তাদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছেন। তিনি এলাকায় আগাম বাঙ্গি চাষের ব্যাপক প্রসার ঘটানোর জন্য ব্যাংক থেকে সুদমুক্ত কৃষি লোন দেওয়ার জন্য অনুরোধ জানান। আগাম বাঙ্গি চাষে কৃষকদেরকে নিয়মিত পরামর্শকারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ চন্দ্র বোস জানান, তিনি বাঙ্গি চাষে সফলতা আনার জন্য সার্বক্ষণিক কৃষকদেরকে সকল প্রকার পরামর্শ দান করে যাচ্ছেন। বৃষ্টির কারণে এ বছর আগাম বাঙ্গি চাষ কিছুটা বিলম্বে হলেও পলি ব্যাগে চারা উৎপাদন করে কৃষকদেরকে চাষাবাদে উৎসাহ যুগিয়েছেন। রাজৈর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, বাঙ্গি একটি অর্থকারী ফসল। আগাম বাঙ্গি চাষ করে রাজৈরের বাজিতপুর ইউনিয়নের কৃষকরা ক্রমশ লাভবান হচ্ছেন। বাঙ্গি উৎপাদনে এবং পোকা-মাকড় দমনে কৃষকদের মাঝে সেক্সফেরোমন ফাঁদের ব্যবহার এবং প্রশিক্ষণের ব্যবস্থা করায় কৃষকরা বিশমুক্ত বাঙ্গি উৎপাদন করতে সফল হচ্ছে। ফলনও হচ্ছে ভাল। মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জিএমএ গফুর জানান, জেলায় এ বছর ১১০হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে। এর মধ্যে শিবচর উপজেলায় ২০হেক্টর, রাজৈরে ৪৩ হেক্টর,কালকিনিতে ৫ হেক্টর ও মাদারীপুর সদর উপজেলায় ২ হেক্টর জমিতে বাঙ্গি আবাদ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist