reporterঅনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট, ২০২২

বিএসএফআইসির জাতীয় শোক দিবস পালন

সোমবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্‌যাপন শুরু করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। এরপর বিএসএফআইসির পরিচালক (অর্থ) এবং যুগ্ম সচিব খোন্দকার আজিম আহমেদ এনডিসির সভাপতিত্বে একটি প্রতিনিধি দল ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বিএসএফআইসির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপনের নিমিত্তে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএসএফআইসির চেয়ারম্যান (গ্রেড-১) মো. আরিফুর রহমান অপু। পুষ্পস্তবক অর্পন শেষে বিএসএফআইসির চেয়ারম্যান (গ্রেড-১) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি, খাদ্য বিতরণ কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মোনাজাত করা হয়। এরপর বিএসএফআইসির চত্বরে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিএসএফআইসির চেয়ারম্যান ( গ্রেড-১) মো. আরিফুর রহমান অপু। এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (অর্থ) এবং যুগ্ম সচিব খোন্দকার আজিম আহমেদ এনডিসি, পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) মো. আশরাফ আলী, সংস্থার সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, চিফ অব পার্সোনেল মো. রফিকুল ইসলাম, হিসাব নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম, প্রধান (এমআইএস) মোহাম্মদ সাইদুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকোশলী মো. আতাউর রহমান খান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close