
১৫ আগস্ট স্মরণে ঢাবি বঙ্গবন্ধু হল ছাত্রলীগের আলোচনা সভা

ঢাকা বিশ্ববিদ্যালয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পঁচাত্তরের ১৫ আগস্টের সব শহীদ স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ। সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় হল পাড়ার মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই শোক স্মরণেই মাসব্যাপী আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। তারই অংশ হিসেবে হয়েছে এই আলোচনা সভা। বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় ও হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শান্তর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। শুরুতে শোকাবহ আগস্টের কথা স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। ৭৫ সালের ১৫ আগস্টের সেই ভয়ানক রাতকে স্মরণ করে সভার প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ৪৭ বছর আগে ১৪ আগস্ট রাত কেমন কেটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কথা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ আগস্ট আসবেন তার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। এখানে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবেন। সে উপলক্ষে দিনব্যাপী ছিল কর্মসূচি। আমরা ১৪ আগস্ট রাত এখানে কাটিয়েছি। শেষ রাত পর্যন্ত এখানে কাটিয়েছি। দুপুর ১টার দিকে আমাদের ছাত্রলীগের প্রিয় নেতা একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল বিদায় নিয়ে চলে গেলেন কলাভবন থেকে। আর বললেন, তোমরা সবাই থাক, আমি বাসায় গিয়ে তৈরি হয়ে আসছি। আমাকে গাড়িতে উঠার আগে শেখ কামাল বললেন, এখন হলে গিয়ে বিশ্রাম নিয়ে সকালে চলে এসো। এদিকে আমাদের সে রাত কেটেছিল শুধু কামানের গোলার শব্দে, লাইট মেশিনগানের গোলার শব্দে। আমাদের ঘুম ভেঙে গেলে সারা বিশ্ববিদ্যালয় এক আতঙ্কিত এলাকায় পরিণত হলো। সংবাদ বিজ্ঞপ্তি।
"