reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০২২

শুদ্ধাচারবিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বিজ্ঞান শিক্ষা এবং প্রদর্শনীমূলক কার্যক্রমের পাশাপাশি সততা ও নৈতিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। এ লক্ষ্যে বিজ্ঞান জাদুঘরে সম্প্রতি স্থাপিত ‘সততা স্টোরে’ শিশুদের সম্পৃক্ত করা হয়েছে। গতকাল বিজ্ঞান জাদুঘরের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় শুদ্ধাচারবিষয়ক এক বক্তৃতা প্রতিযোগিতা। এতে মিরপুরে নলেজিয়াম স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের হৃদয়ে সততার বীজ রোপণ করতে হবে। এজন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা নিতে হবে। জাপানে শিক্ষার্থীদের অধিকাংশ সময় কাটে শিক্ষাপ্রতিষ্ঠানে। যেখানে তাদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা চর্চায় উদ্বুদ্ধ করা হয়। এ নৈতিকতার মধ্যে রয়েছে সত্য কথা বলা, শৃঙ্খলা মেনে চলা, সময়ানুবর্তিতা মেনে চলা, পরিবেশ দূষণমুক্ত রাখা। আজকে যারা শিক্ষার্থী তারাই আগামীতে বিজ্ঞানী, প্রকৌশলী, চিকিৎসক ও রাজনীতিক হবে। সুতরাং এখন থেকেই সততার চর্চা থাকলে তারা আগামীতে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এবং জাতি গঠনে দৃঢ় ও সাহসী ভূমিকা পালন করতে পারবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close