সংসদ প্রতিবেদক

  ৩০ সেপ্টেম্বর, ২০২০

শ্রমিক সাহায্যের আবেদন অনলাইনে করার সুপারিশ

শ্রম মন্ত্রণালয় এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে সাহায্যের আবেদন অনলাইনে করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠকের মুলতবি বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, মানু মজুমদার এবং শামসুন নাহার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে শ্রম কল্যাণ ফাউন্ডেশনে অর্থের জন্য আবেদনগুলো প্রতিটি জেলায় ন্যায়ভিত্তিক সমপরিমাণ অর্থ সংসদ-সদস্য, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মুখে চেক বিতরণের সুপারিশ করা হয়।

এছাড়া পাটকল শ্রমিকদের পক্ষ থেকে প্রতিনিধি এবং বিজেএমসি কর্তৃক গৃহীত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর বিকল্প ব্যবস্থার ফলে কর্মরত শ্রমিকদের কল্যাণ ও পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close