চট্টগ্রাম ব্যুরো

  ১৫ সেপ্টেম্বর, ২০২০

পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বাদীর নামে দুদকের মামলা

ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ এনে ছয় পুলিশসহ নয়জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করার অভিযোগে মামলাকারী নুরুল আবছারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর উপসহকারী পরিচালক নুরুল ইসলাম মামলাটি করেন। আসামি নুরুল আবছার পতেঙ্গা থানার কোনার দোকান এলাকার বদিউল আলমের ছেলে। পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করায় দুদক স্বপ্রণোদিত হয়ে বাদী নুরুল আবছারের বিরুদ্ধে দুদক আইনের ২৮(গ) ধারায় আসামি করে মামলাটি করা হয়েছে বলে জানান দুদকের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম। এদিকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ৩১ জানুয়ারি আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটি থেকে নুরুল আবছারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এর আগে গত ২৫ মার্চ মহানগর দায়রা জজ আদালতে নালিশি মামলাটি করেন নুরুল আবছার। ৩০ লাখ টাকা ঘুষ না দেওয়ায় মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close