চট্টগ্রাম ব্যুরো

  ০৭ আগস্ট, ২০২০

চট্টগ্রামে আক্রান্তের চেয়ে বাড়ছে সুস্থতার হার

চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের চেয়ে বাড়ছে সুস্থতার হার। গত দুই দিন আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি। চট্টগ্রামের ৬ ল্যাব সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার কক্সবাজার মেডিকেল কলেজে ৯৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরো ১২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে করোনামুক্ত হয়েছেন আরো ১২৩ জন। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চট্টগ্রামের ৬টি ল্যাবে কক্সবাজার মেডিকেল কলেজে ৯৮৬ জনের নমুনা পরীক্ষায় ১২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে নগরীর ৯২ জন ও জেলার বিভিন্ন উপজেলার ২৯ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৭৪৬ জনে। করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১২৩ জনসহ ২ হাজার ৮৩৮ জন। করোনায় আক্রান্ত হয়ে আরো দুজন মৃত্যুসহ মোট ২৩৮ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close