চট্টগ্রাম ব্যুরো

  ০৬ আগস্ট, ২০২০

আমার দরজা সবার জন্য খোলা : নাছির

চট্টগ্রামবাসীর জন্য আমৃত্যু নিজের দরজা খোলা থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বুধবার মেয়রের পাঁচ বছর পূর্তি ও বিদায় উপলক্ষে সিটি করপোরেশন আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামবাসীর সুখে-দুঃখে সব সময় ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। জীবনে যা চেয়েছি, সবই পেয়েছি। পেয়েছি পদ-পদবি, অভূতপূর্ব সম্মান, মানুষের ভালোবাসা। তিনি আরো বলেন, চসিকের কর্মকর্তা-কর্মচারীদের ৩১ বছরের সমস্যার সমাধান করে দিয়েছি। সাড়ে তিন বছর চেষ্টা করে প্রবিধানমালা অনুমোদন করিয়েছি। আগে গ্রেডেশন তালিকা টাঙিয়ে দিয়েছি। এর ভিত্তিতে পদোন্নতি হবে। চসিকের জন্য আরেকটা নতুন অর্গানোগ্রাম প্রক্রিয়াধীন। যখন দায়িত্ব নিয়েছিলাম চসিকের কর্মীদের বেতন আসত মাসে ৯ কোটি টাকা, এখন তা ১৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। এরপরও নিয়মিত বেতন-ভাতা দিতে সমর্থ হয়েছি। চসিকের কর্মীদের যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি মনে করি সফল। ১০০ ভাগ আত্মতৃপ্তি নিয়ে শেষ কর্মদিবস অতিবাহিত করছি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, চসিকে আমরা একটি পরিবার হিসেবে কাজ করতে পেরেছি। এখানে কোন দল, কোন মত তা বিবেচনা না করে জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সহযোগিতার প্রয়োজন, ততটুকু করেছি। সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষের জন্য কাজ করতে পারা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি, চসিকের কর্মকর্তা-কর্মচারীদের যে ভালোবাসা, আন্তরিকতা পেয়েছি, এতে মনে করি আমি সফল। একজন রাজনীতিবিদ যে উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে তা করতে পেরেছি। আগেও ছিলাম, এখনো আছি, আমৃত্যু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব। আমার পাওয়ার আর কিছু নেই, যা পাওয়ার সব পেয়েছি। সিটি করপোরেশনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয় এমন নিউজ করার আগে তা যাছাই করার জন্য মিডিয়ার প্রতি অনুরোধ জানিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া খোরশেদ আলম সুজনকে সবার সহযোগিতা করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close