reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০১৯

চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছে বিডিইউ

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের (বিডিইউ) অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনসহ বিগত বছরের কার্যক্রম গত শনিবার পরিদর্শন করেন ওই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা। তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের অস্তিত্ব জানান দিতে কাজ করে যাচ্ছে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ।

এ সময় ইউনিভার্সিটির সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর সিন্ডিকেট সদস্যদের ইউনিভার্সিটির অস্থায়ী একাডেমিক ভবন, অস্থায়ী প্রশাসনিক ভবন, আইওটি ল্যাব, ফিজিকস ল্যাব, ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড সংযুক্ত স্মার্ট শ্রেণিকক্ষ, ক্লাউড বেইজ থিংক ক্লায়েন্ট সমৃদ্ধ কম্পিউটার ল্যাব, অত্যাধুনিক মডুলার ডেটা সেন্টারসহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখান। পরে উপাচার্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সম্মানিত সিন্ডিকেট সদস্যদের ইউনিভার্সিটির নিজস্ব জনবল দিয়ে তৈরি বিগত বছরের কার্যক্রম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (মুক), অনলাইন অ্যাডমিশন পোর্টাল, জব পোর্টাল, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম উপস্থাপন করেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close