চট্টগ্রাম ব্যুরো

  ০৭ নভেম্বর, ২০১৯

চট্টগ্রামে দেওয়ানহাট থেকে ৩.৫ কিমি সড়ক রিকশামুক্ত

মহানগরীর ব্যস্ততম বিমানবন্দর সড়ককে যানজট থেকে মুক্ত রাখতে দেওয়ানহাট মোড় থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তায় রিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী দেওয়ানহাট, বাদামতলী ও চৌমুহনী মোড়ে রিকশা আড়াআড়িভাবে সড়ক অতিক্রম করতে পারবে, কিন্তু সড়কে চলতে পারবে না।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ তারেক আহমেদ জানান, বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে ব্যাংকগুলো থাকায় এবং এ সড়ক দিয়ে সিইপিজেড ও কেইপিজেডের গাড়ি যাতায়াত করায় বিমানবন্দরগামী যাত্রীরা যানজটে পড়ে নাকাল হন। প্রতিদিন হাজার হাজার গাড়ি দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং সড়ক দিয়ে চলাচল করে। রিকশার কারণে যানজট আরো তীব্র আকার ধারণ করে। এ বিষয়ে রিকশা মালিক সমিতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা হয়। সবার উদ্যোগে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। ট্রাফিক বিভাগের নতুন নিয়মে দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত রিকশা চলাচল বন্ধ করা হলেও চৌমুহনী মোড় ও বাদামতলী মোড়ের পূর্ব পশ্চিমে রাস্তা অতিক্রম করতে পারবে রিকশা। তবে মোড়ের ১০০ গজের মধ্যে কোনো যানবাহন দাঁড়িয়ে থাকতে পারবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close