নিজস্ব প্রতিবেদক

  ১০ জুলাই, ২০১৯

পরিবেশ দূষণে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও সিলেটের চার প্রতিষ্ঠানকে ১২ লাখ ৩০ হাজার ৭২০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পরিবেশ অধিদফতর। কারখানাগুলোতে তৈরি হওয়া তরল বর্জ্য পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭-এর মানমাত্রাবহির্ভূত হওয়ায় সম্প্রতি অনুষ্ঠিত এক শুনানিতে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসী নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন। প্রতিষ্ঠানগুলো হলো গাজীপুরের জয়দেবপুরের এসএস ফিলিং স্টেশন, নারায়ণগঞ্জের করিফ ফার্মাসিউটিকেল, গাজীপুরের মেঘনা নিটিং কম্পোজিট এবং সিলেটের শেখ অক্সিজেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close