নিজস্ব প্রতিবেদক

  ২৩ মে, ২০১৯

এক দিনে ৭ হাজার মামলা

রাজধানীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ট্রাফিক আইন না মানায় ৭ হাজার ২৬৩টি মামলা ও ৩২ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডাম্পিংয়ে পাঠানো হয় ৩৭টি ও রেকার করা হয় ৭৬২টি গাড়ি। মঙ্গলবার সারা দিন ডিএমপির ট্রাফিক বিভাগ এই অভিযান চালায়। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৯২টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য চারটি মামলা। এছাড়া উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে ১ হাজার ৫৭৭টি, স্টিকার ব্যবহার করার জন্য দুটি ও মাইক্রোবাসে কালো কাচ লাগানোর জন্য ১৬টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close