reporterঅনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি, ২০১৯

পরিমাপে কারচুপি

বিএসটিআইয়ের মামলা

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর দুই পেট্রলপাম্পের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল রাজধানীর তেজগাঁও ও কল্যাণপুর এলাকায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে এ মামলা করা হয়। অভিযুক্ত পেট্রলপাম্প দুটি হলোÑ এলেনবাড়ী এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশন ও সিটি ফিলিং স্টেশন।

এ ছাড়া রাজধানীর সায়েদাবাদ, উত্তর যাত্রাবাড়ী, ডেমরা রোড, মীরহাজিরবাগ ও শ্যামপুর এলাকায় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ড্রিংকিংওয়াটার বিক্রি ও বিতরণের অভিযোগে ১২০০ পানির জার ধ্বংস করা হয়। সংস্থাটির পরিচালক আনোয়ার হোসেন মোল্লা, উপপরিচালক রেজাউল হক, উপপরিচালক গোলাম বাকী অভিযান পরিচালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close