reporterঅনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর, ২০১৮

শিক্ষকদের প্রতি সিভাসু উপাচার্য

শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বিশ^বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। দ্বিতীয় মেয়াদে সিভাসু’র উপাচার্য পদে যোগদান উপলক্ষে গতকাল মঙ্গলবার শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এছাড়া একই স্থানে বিকাল সাড়ে ৩টায় কর্মকর্তা ও বিকাল সাড়ে ৪টায় কর্মচারীদের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, উপাচার্য হিসেবে প্রথম মেয়াদ শেষে গত রোববার প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ দ্বিতীয় মেয়াদে সিভাসু’র উপাচার্য হিসেবে যোগদান করেন।

মতবিনিময় সভায় শিক্ষকরা আগামী চার বছরে বিশ^বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং আয়বর্ধক স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রকল্প গ্রহণ, বিশ^বিদ্যালয়ের জন্য একটি সেন্ট্রাল ল্যাব তৈরি, গুণগত গবেষণা, শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং সেল গঠন, বিশ^বিদ্যালয় ক্যাম্পাসকে ধূমপানমুক্ত রাখাসহ বিভিন্ন পরামর্শ দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close