নিজস্ব প্রতিবেদক

  ১০ ডিসেম্বর, ২০১৮

ফেসবুকে রাষ্ট্রবিরোধী খবর প্রচারের দায়ে গ্রেফতার ১

রাজধানীর সেগুনবাগিচা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার ও প্রকাশের অভিযোগে শেখ রিয়াদ মুহাম্মদ নূর (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। তিনি দৈনিক ৭১ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক। শনিবার রাত দেড়টায় সেগুনবাগিচার ৭২ নম্বর নাভানা রাদিয়া ডলদেসিয়া ভবনের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিনা রাণী দাস জানান, গোয়েন্দা কার্যক্রম চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি নিজের ফেসবুক আইডিসহ আরো ৩টি পেজে রাষ্ট্রবিরোধী, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার ও প্রকাশ করে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একাত্তরের শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার, দৈনিক একাত্তর নাগরিক বাতায়ন ও দৈনিক ৭১ ডটকম নামে অনলাইন নিউজ পোর্টাল বানিয়ে তিনি মিথ্যা ও বানোয়াট প্রচারণার চালাতেন। মূলত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিভিন্ন বিভ্রান্তিমূলক পোস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক প্রচার প্রপাগান্ডা চালাচ্ছেন তিনি। এ ছাড়া রাষ্ট্রবিরোধী বিভিন্ন মিথ্যা ও বানোয়াট পোস্ট দিয়ে আসছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close