নিজস্ব প্রতিবেদক

  ১৮ মার্চ, ২০১৮

ডাস্টবিন চুরি বন্ধে জিপিএস ম্যাপিংয়ের পরিকল্পনা

রাজধানীর ডাস্টবিন সংরক্ষণ ও চুরি বন্ধে এবার জিপিএস ম্যাপিংয়ের পরিকল্পনা করছে সিটি করপোরেশন। প্রতিটির জন্য ছয় হাজার টাকা খরচ করে উত্তর ও দক্ষিণ ঢাকায় বসানো হয়েছিল প্রায় সাড়ে ছয় হাজার মিনি ডাস্টবিন। এরই মধ্যে এর অর্ধেক চুরি আর বাকি অর্ধেক হয়ে পড়েছে ব্যবহারের অনুপযোগী। সংকট কাটাতে এবার নগরবাসীকে সঙ্গে নিয়ে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানো পরিকল্পনা করছে নগর কর্তৃপক্ষ।

বিজয় সরণি থেকে মহাখালী রেলগেট। বেশিরভাগের ফ্রেম আছে, ডাস্টবিন উধাও। একই অবস্থা মোহম্মদপুর, তেজগাঁও শাহবাগসহ রাজধানীর বেশিভাগ এলাকার।

নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে তৈরি এসব ডাস্টবিনের প্রতিটির দাম ছয় হাজার টাকারও বেশি। ময়লা ফেলতে এই প্রকল্প নিয়েছিল ঢাকার দুই সিটি করপোরেশন। তবে তাদের ভুল প্রমাণ করেছে দুর্বৃত্তরা। এই সমস্যা থেকে উত্তরণে প্রকল্প বাস্তবায়নের আগে স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিকদের সম্পৃক্তের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের।

পরিবর্তিত পরিস্থিতিতে পুরোনো প্রকল্প থেকে বেরিয়ে এসে নতুন করে ভাবছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। এবার রক্ষণাবেক্ষণ ও চুরি ঠেকাতে জিপিএস ম্যাপিংয়ের উদ্যোগ তাদের। পরিচ্ছন্ন নগরী গড়তে ২০১৬ সালে দক্ষিণ ঢাকায় পাঁচ হাজার ৭০০ এবং উত্তর ঢাকায় বসানো হয় এক হাজার মিনি ডাস্টবিন। চুরি ও রক্ষণাবেক্ষণে সমস্যার কারণে আরো পাঁচ হাজার বিন বসানো থেকে সরে আসে উত্তর সিটি করপোরেশন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist