নিজস্ব প্রতিবেদক

  ১৫ মার্চ, ২০১৮

নর্দান ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের চতুর্থ সমাবর্তন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সমাবর্তনে রাষ্ট্রপতি ও নর্দান ইউনিভার্সিটির চ্যান্সেলর মো. আবদুল হামিদের পক্ষ থেকে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বুধবার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে আশকোনায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে এ সমাবর্তনটি অনুষ্ঠিত হয়। সমাবর্তনে ৫ হাজার ৮৮১ জন ¯œাতক ও ¯œাতকোত্তর শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। ¯œাতক ও ¯œাতকোত্তর কোর্সে ৯ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করিম ও ট্রেজারার মো. আনোয়ার হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist