নিজস্ব প্রতিবেদক

  ০৮ মার্চ, ২০১৮

৭ মার্চের ভাষণের ওপর ৪৭টি চিত্রকর্ম শিল্পীদের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর দেশের ৪৭ জন শিল্পী এঁকেছেন ৪৭টি চিত্রকর্ম। সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধুর দেয়া ৭ মার্চের ভাষণের নানা ক্যানভাসে শিল্পীরা জীবন্ত করে তোলেন সেই দিনের ইতিহাসকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব’ গতকাল বুধবার সকালে শুরু হয়। শুরুর দিনে সকালে শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের জাতীয় চিত্রশালা প্লাজায় এক আর্ট ক্যাম্পে শিল্পীরা এসব ছবি আঁকেন। ৭ মার্চের ভাষণ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐহিত্য হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’ অন্তর্ভুক্তি উপলক্ষে শিল্পকলা একাডেমি এই ক্যাম্পের আয়োজন করে। চিত্রশালা প্লাজায় সকালে ‘৭ই মার্চের ভাষণ : বাঙালির স্বাধীনতার মাইলফলক’ শীর্ষক আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব’ উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আরো বক্তব্য দেন শিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী জামাল আহেমদ ও শিল্পী ফরিদা জামান। ক্যাম্পে অংশ নেয়া শিল্পীরা হলেন সমরজিৎ রায় চৌধুরী, হামিদুজ্জামান খান, শাহাবুদ্দিন আহমেদ, অলকেশ ঘোষ, জামাল আহেমদ, ড. ফরিদা জামান, নাসিম আহমেদ নাদভী, নাঈমা হক, নাজমা আখতার, রোকেয়া সুলতানা, রেজাউন নবী, আতিয়া ইসলাম এ্যানি, ড. মোহাম্মদ ইকবাল, আবদুস সাত্তার তৌফিক, মোখলেসুর রহমান, সমীরন চৌধুরী, শামসুল আলম আজাদ, রাশেদুল হুদা সরকার, অভিজিৎ চৌধুরী, অনুকুল মজুমদার, বিরেন সোম, রবিউল ইসলাম, শাহজাহান আহমেদ বিকাশ, ময়েজউদ্দিন, দেওয়ান মিজান, দুলাল চন্দ্র গাইন, গুলশান হোসেন, রফি হক, জাহিদ মুস্তাফা, ফজলুর রহমান ভুটান, রতেœস্বর সূত্রধর প্রমুখ শিল্পী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist