সিলেট প্রতিনিধি

  ০৩ মার্চ, ২০১৮

হেঁটে তুরস্ক পাড়ি

পথে বরফচাপায় সিলেটি তরুণের মৃত্যু

জর্জিয়া থেকে হেঁটে তুরস্ক পাড়ি দেওয়ার সময় বরফচাপায় মারা গেছেন মো. আরকান সাইদ নামের সিলেটের এক তরুণ। ঘটনাটি জর্জিয়া-তুরস্ক তিবলিছি আকালচি বর্ডারে ঘটেছে বলে জানা গেছে। সাইদের গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে তবে সে সিলেট শহরের শাহী ইদগাহ এলাকার টিবি গেটে বসবাসরত ছিল। জানা যায়, ৩ মাস আগে সে জর্জিয়া পাড়ি জমায়। গত ১৯ ফেব্রæয়ারি এ দুর্ঘটনা ঘটলেও সেখানকার কর্তৃপক্ষ মোহাম্মদ সাঈদের ব্যাপারটি গত বৃহস্পতিবার নিশ্চিত করে বলে জানিয়েছে গোলাম জাকারিয়া নাফলু নামে তার এক স্বজন। তিনি বিষয়টি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করলে সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। নিহতের বন্ধু মিজান জানায়, সাঈদসহ মোট পাঁচজন দালালের মাধ্যমে জর্জিয়া থেকে তুরস্ক যাওয়ার জন্য বরফপথে রওয়ানা দেয়। পথিমধ্যে হঠাৎ প্রবল তুষারপাত শুরু হলে সাঈদসহ তিনজন আটকা পড়ে। একজন আগুন জ্বালিয়ে কিছুটা রক্ষা পেলেও আহত অবস্থায় তাকে আর সাঈদসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। আর বাকি দুইজন তুরস্ক পৌঁছে যায়। জর্জিয়া থেকে তুরস্ক প্রায় ১০ ঘণ্টার রাস্তা, তবে ৮ ঘণ্টা পর তিনজন ক্লান্ত হওয়ার পাশাপাশি বরফপাত শুরু হলে এই প্রাণহানির ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, নিহতের লাশের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist