নিজস্ব প্রতিবেদক

  ২২ জানুয়ারি, ২০১৮

ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণ করছে রাজউক

নকশাবহির্ভূত নির্মিত ভবনের বর্ধিতাংশ অপসারণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল রোববার রাজধানীর শ্যামলীতে এক অভিযানে এগুলো অপসারণ করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এবং অঞ্চল-৩-এর অথরাইজড অফিসার মো. মোবারক হোসেনের নেতৃত্বে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানে শ্যামলীর মনসুরাবাদ এলাকার ২নং রাস্তার ৮নং হোল্ডিংয়ের নির্মাণরত একটি ভবনের ছাদের বর্ধিত অংশ অপসারণ করা হয়। এ ছাড়া উত্তর, আদাবর এলাকার ২৭/এফ ও ৩৬/২ (যৌথ) হোল্ডিংয়ে নির্মাণরত একটি ভবনের ছাদের বর্ধিত অংশ অপসারণ করা হয়। অভিযানে রাজউকের সহকারী অথরাইজড অফিসার রঙ্গন মন্ডল ও মো. ইলিয়াস মিয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজউক আওতাধীন আবাসিক এলাকায় যেসব প্লট, ভবন, ফ্ল্যাট ইত্যাদিতে অবৈধভাবে গেস্ট হাউস, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র‌্যাম্প নির্মিত হয়েছে; সেসব অননুমোদিত স্থাপনা বন্ধকরণে নিয়মিত উচ্ছেদ অভিযান করছে রাজউক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist