ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২২

নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান বাড়াতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে দাঁড় করাতে, নিম্ন আয়ের অসহায় লোকদের কর্মসংস্থান তৈরির কোনো বিকল্প নেই। এই নিম্ন আয়ের মানুষদের বিনিয়োগ এবং ঋণদান কর্মসূচির মাধ্যমে ইসলামী ব্যাংক নিজে প্রতিষ্ঠিত হচ্ছে, দেশের মানুষদের স্বাবলম্বী হওয়ার জন্য কাজ করছে। এই কার্যক্রম চলমান রাখতে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।

২৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে জামালপুরের ইসলামপুরে ইসলামী ব্যাংকের (৩৯৪তম) শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এসব কথা বলেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মনিরুল মওলার সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আবদুন নাছের বাবুল, নির্বাহী কর্মকর্তা মুহা. তানভীর হাসান রুমান, পৌর মেয়র আবদুল কাদের শেখ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী, বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, ব্যবসায়ী আহাম্মেদুল কবির মিনু প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close