বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০২২

বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন চীনা প্রতিনিধিদের

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় নির্মিতব্য দেশের সর্ববৃহৎ কয়লাবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিরক্ষা এটাচি লি চেনলিন এবং দ্বিতীয় সচিব গু ঝিকিন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চীনা রাষ্ট্রদূতের প্রতিরক্ষা এটাচি লি চেনলিন এবং দ্বিতীয় সচিব গু ঝিকিনের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এ পরিদর্শনে অংশ নেন। অন্যদের মধ্যে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন, এএসআই আক্য রাখাইনসহ প্রকল্পে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। এসএস পাওয়ার প্লান্ট প্রকল্প সূত্রে জানা যায়, ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি ৩০ ডিসেম্বরের মধ্যে এবং দ্বিতীয় ইউনিটটি ২০২৩ সালের জানুয়ারিতে উদ্বোধন হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close