ক্রীড়া ডেস্ক

  ০৪ এপ্রিল, ২০২৪

যে শর্তে বার্সায় থাকতে রাজি জাভি

চলতি মৌসুমের মাঝপথে বার্সেলোনা ছাড়ার অগ্রিম ঘোষণা দিয়েছেন প্রধান কোচ জাভি হার্নান্দেজ। বিস্ময়কর হচ্ছে, স্প্যানিশ কোচ সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই বদলে গেছে কাতালান ক্লাবটি। গত দুই মাস ধরে অপরাজিত আছে জাভির বার্সা। হঠাৎ এই পরিবর্তনে খুশি বার্সেলোনা প্রশাসন। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা, ক্রীড়া পরিচালক ডেকো এবং আরেক কর্মকর্তা জাভিকে থেকে যাওয়ার অনুরোধ করেছেন। তাদের অনুরোধের মধ্যেই সম্প্রতি জাভি জানান, তার সিদ্ধান্ত বদল হয়নি। বরং চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। মঙ্গলবার রাতে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দিপোর্তিভো এক প্রতিবেদনে দাবি করছে, দুটি শর্ত পূরণ হলে বার্সেলোনায় থেকে যাবেন জাভি। তার প্রথম শর্ত, আসছে গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে সর্বোচ্চ পর্যায়ের সাইনিং করাতে হবে। অর্থাৎ বড় কোনো খেলোয়াড় আনতে হবে ন্যু ক্যাম্পে।

জাভির দ্বিতীয় শর্ত, একজন সৃজনশীল ‘নাম্বার এইট’ দরকার তার। সেটি হতে হবে পর্তুগিজ তারকা বার্নাডো সিলভার মতো কেউ। অবশ্য বার্সার আর্থিক যা অবস্থা, তাতে করে জাভির দুটো শর্ত পূরণ করাই কঠিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close