ক্রীড়া ডেস্ক

  ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

আর্সেনালের গোলবন্যা

ম্যানইউর স্বস্তির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্সেনাল। গত রবিবার রাতে ওয়েস্টহাম ইউনাইটেডকে তাদেরই মাঠে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মিকেল আর্কেতার দল। আর্সেনালের গোলবন্যার রাতে স্বস্তির জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাসন ভিলার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ঘরে ফিরেছে রেড ডেভিলসরা। অবশ্য বড় জয় পেলেও অসম ‘লন্ডন ডার্বি’তে প্রথম গোলের জন্য ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আর্সেনালকে। ৩২ মিনিটে সাবিলার গোলে লিড নেয় মিকেল গানাররা। বিরতির আগে আরো ৩ গোল করে ফেলে অতিথিরা। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। পরে স্কোরার শিটে নাম লেখান গ্যাব্রিয়েল জেসুস ও লিসান্দ্রো ট্রোসার্ড।

বিরতির পর ডাবলস পূরণ করেন সাকা। ৬৫ মিনিটে ওয়েস্টহামের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডেকলান রিস। তিনি শুধু নিজে গোল করেননি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো দুটি। দুটি অ্যাসিস্ট করেছেন মার্টিন ওডেগার্ডও। ইংলিশ লিগে ঘরের মাঠে এটাই ওয়েস্টহামের সবচেয়ে বড় ব্যবধানে হার (যৌথভাবে)। তাদের আগের হারটি ছিল ৮-২ গোলের; ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে। আর্সেনালের বড় জয়ের রাতে পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়েছিল সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। ভিলা পার্কে ১৭ মিনিটে হজল্যান্ডের গোলে এগিয়ে গিয়েছিল অতিথিরা। ৬৭ মিনিটে অ্যাস্টন ভিলাকে সমতায় ফেরান ডগলাস লুইস। ম্যাচটা ১-১ ড্রয়ের দিকেই এগোচ্ছিল। কিন্তু ৮৬ মিনিটে ব্যবধান গড়ে দেন ম্যাকটমিনে; করেন জয়সূচক গোল। লিগে এ নিয়ে টানা তৃতীয় ম্যাচ জিতল ম্যানইউ। এ জয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে উঠে এলো এরিক টেন হাগের দল। তবে হেরেও টেবিলের পাঁচে থাকল অ্যাস্টন ভিলা। ৪৬ পয়েন্ট তাদের। অ্যাস্টন ভিলার ওপরে আছে যথাক্রমে টটেনহাম হটস্পার (৪৭), আর্সেনাল (৫২), ম্যানসিটি (৫২) ও লিভারপুল (৫৪)। সিটি অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close