ক্রীড়া প্রতিবেদক

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৪

নারী অনূর্ধ্ব-১৯ দল

ফাইনালে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

নারী অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ রানে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ ৮ উইকেটে ১১২ রানের বেশি করতে পারেনি। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। ২৩ রানের মধ্যে ওপরের সারির ৪ ব্যাটারকে হারায় স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন উন্নতি আক্তার ও রাবেয়া। এ দুজনে পঞ্চম উইকেটে যোগ করেন ৪০ রান। এ দুজনের ব্যাটেই মূলত জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। উন্নতি ১৪ রান ও রাবেয়া ৩১ রান করে ফিরে গেলে বাংলাদেশের বাকি ব্যাটাররা দলকে জয়ের কক্ষপথে রাখতে পারেননি। আফিয়া ইরা ১১ ও আরবি তানি ১৫ রান করলেও বাকি ব্যাটারদের কেউই বলার মতো রান করতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন ভিহাঙ্গা ভিজেরাত্নে। রিসমি সানজানা ও মাদুশানি হেরাথ নিয়েছেন ২টি করে উইকেট। এ তিনজই বাংলাদেশের ইনিংস গুঁড়িয়ে দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close