ক্রীড়া ডেস্ক

  ৩০ জানুয়ারি, ২০২৪

পঞ্চম রাউন্ডে লিভারপুল-ম্যানইউ

প্রত্যাশিত বড় জয় দিয়ে ইংলিশ লিগ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে ফেভারিট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। গত রবিবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামে নরউইচ সিটিকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। আর নিউপোর্ট কাউন্টির মাঠে গিয়ে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ছাড়া ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে ২-০ গোলে হারিয়েছে উলভারহাম্পনকে ওয়ান্ডারার্স। ওয়াটফোর্ড ও সাউদ্যাম্পটনের ম্যাচটা ১-১ গোলে অমীমাংসিত থেকে গেচে। এই ম্যাচ পুনরায় অনুষ্ঠিত হবে। তবে সব ছাপিয়ে ফুটবলপ্রেমীদের নজরে ছিল মার্সিসাইড শহরে; যেখানে ছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

গেল শুক্রবার আচমকা অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা দিয়েছেন জার্মান কোচ। এই মৌসুমের বাকি সময় পর্যন্ত লিভারপুলে থাকবেন তিনি। এফএ কাপের চতুর্থ রাউন্ডে ডাগ আউটে তাকে দেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন লিভারপুল সমর্থকরা। নানারকম পোস্টার, ব্যানার ও স্টিকারে ছেঁয়ে যায় গ্যালারি। সেখানে ক্লপের নামে জয়ধ্বনি দেন ভক্তরা। এমন ম্যাচে নরউইচ সিটিকে সহজেই হারিয়েছে লিভারপুল। তবে প্রথমার্ধে কিছুটা বেগ পেতে হয়েছে অল রেডদের। বিশেষ করে ২২ মিনিট পর্যন্ত। এগিয়ে থেকেও লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। যদিও বিরতির আগেই ফের এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে তিন গোল করে লিভারপুল। নরউইচ করে একটি।

লিভারপুলের গোলগুলো করেন জোনস, নুনেজ, জোতা, ফন ডাইক ও গ্রাভেনবার্চ। সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। কিন্তু শুরুর দিকে দুই গোল করে তারাও লিড ধরে রাখতে পারেনি। ৭ মিনিটে প্রথম গোল করেন ফার্নান্দেজ। একটু পর মাইনুর গোলে ব্যবধান দ্বিগুণ করে রেড ডেভিলসরা।

৪৭ মিনিটের মধ্যে ইউনাইটেডকে দুই গোল ফিরিয়ে দেয় নিউপোর্ট কাউন্টি (২-২)। কিন্তু চমকটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি খর্বশক্তির দলটি। শেষদিকে অ্যান্তনি ও হুজল্যান্ডের গোলে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের দল। দারুণ এই জয়ের নায়ক অ্যান্তনি। অনেক দিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন ব্রাজিলিয়ান তারকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close