ক্রীড়া ডেস্ক

  ২৭ জানুয়ারি, ২০২৪

সিটিতে যোগ দিলেন ‘নতুন মেসি’

আর্জেন্টিনার ‘নতুন মেসি’ হিসেবে খ্যাতি পাওয়া ক্লদিও এচেভেরিকে যে নিজেদের দলে ভেড়ানোর ঘোষণা আগেই দিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। এবার আর্জেন্টিনার তরুণ এ ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিটা করে নিল সিটি। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ১৮ বছর বয়সি এচেভেরিকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে গতবারের ট্রেবলজয়ী ক্লাবটি। প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের সঙ্গে তার চুক্তি হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।

চুক্তি সারলেও এখনই ইতিহাদ স্টেডিয়ামের দলটিতে যোগ দেবেন না তিনি। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত থেকে যাবেন আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটেই। এ রিভার প্লেট থেকেই ২০২২ সালে ম্যান সিটিতে নাম লিখিয়েছিলেন সে বছরই পরে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা জুলিয়ান আলভারেজ। নতুন মেসিকে পেতে ঠিক কী পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি ম্যানসিটি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, বোনাসসহ তার ট্রান্সফার ফি হতে পারে এক কোটি ২৫ লাখ থেকে এক কোটি ৪৬ লাখ ইউরোর মধ্যে। স্বদেশি কিংবদন্তি লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনায় খেলার স্বপ্ন ছিল এচেভেরির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close