ক্রীড়া ডেস্ক

  ২৩ জানুয়ারি, ২০২৪

মিসরকে শঙ্কায় রেখে কেন লিভারপুলে ফিরলেন সালাহ?

আইভরি কোস্টে চলছে ৩৪তম আফ্রিকান কাপ অব নেশনস। টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দহীন এই টুর্নামেন্ট সবচেয়ে সফলতম দল মিসর। সাতবারের শিরোপাধারীরা দুই ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি।

নিজেদের শেষ ম্যাচে ঘানার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মিসর। ফলে নকআউট পর্বে খেলা নিয়ে শঙ্কায় আছে দলটি। দলের পরের রাউন্ডে যাওয়া নিয়ে যখন অনিশ্চয়তা ঠিক তখনই চিন্তার ভাঁজ আরো বাড়িয়ে লিভারপুলে ফিরেছেন সালাহ। আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, তিনি চান মিসর যেন দ্রুতই বাদ হয়ে যায়। এমন মন্তব্যের পেছনে যথেষ্ট কারণ আছে। মূলত মিসর যতদিন টিকে থাকবে ততদিন সালাহকে পাবে না লিভারপুল।

কে জানত নিছক মজা করে করা সেই মন্তব্য এভাবে বাস্তবে রূপ নেবে। মিসর বিদায় হোক বা না হোক, সালাহকে আগেই পেয়ে যাচ্ছে। আসরের মাঝপথে সালাহ জাতীয় দল ছেড়ে লিভারপুলে ফিরেছেন। তবে যে কারণে এই ফরওয়ার্ডকে পেতে এত আগ্রহ, তা পূরণ হচ্ছে না ক্লপের। সালাহর ফেরার কারণ মাংসপেশির চোট। মোজাম্বিকের বিপক্ষে প্রথম ম্যাচ ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষেও সেই একই ফলাফল মিসরের, ২-২। টানা দুই ড্রয়ে শেষ ষোলোতে যাওয়ার পথ কঠিন হয়ে পড়েছে মিসরের। এসবের মাঝেই এসেছে মোহাম্মদ সালাহর চোটের খবর। মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) জানায়, ‘চিকিৎসার জন্য ইংল্যান্ডে চলে যাচ্ছেন সালাহ। আশা করছি আমরা যদি সেমিফাইনালে যেতে পারি, তখন মিসর জাতীয় দলে আবার সে (সালাহ) ফিরবে।’

লিভারপুলে পুনর্বাসন প্রক্রিয়া শেষে সালাহকে আবার ফেরত পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন ইয়ুর্গেন ক্লপও, ‘আমি ডাক্তার না, তবে মো (সালাহ) যদি ফাইনালের আগে সুস্থ হয়ে ওঠে, তাহলে আমি নিশ্চয়তা দিচ্ছি, সে ফাইনালের আগে মিসরে ফিরে যাবে।’

দুই ম্যাচে দুই ড্র নিয়ে গ্রুপ টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে মিসর। নিজেদের শেষ ম্যাচে টানা দুই জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে থাকা কেপ ভার্দের মুখোমুখি হবে সাতবারের চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে জয় পেলেই সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে মিসর। অন্যথায় ঘানা-মোজাম্বিক ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close