ক্রীড়া ডেস্ক

  ২৩ জানুয়ারি, ২০২৪

শেষের জাদুতে জিতল বার্সা

বার্সেলোনার দুই গোলের জবাব দিতে বেশি সময় নেয়নি রিয়াল বেটিস। তাতে কাতালান শিবিরে জেগেছিল পয়েন্ট ভাগের শঙ্কা। যদিও শেষের দিকের জাদুকরী পারফরম্যান্সে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। স্প্যানিশ লা লিগায় নিজেদের ২০তম ম্যাচে বেটিসকে ৪-২ ব্যবধানে পরাজিত করেছে বার্সেলোনা। বেনিটো ভিল্লামারিন স্টেডিয়ামে সফরকারী দলের এই জয়ের নেপথ্য নায়ক ফেররান তরেস। দারুণ এক হ্যাটট্রিকের দেখা পেয়েছেন এই স্প্যানিশ ফরওয়ার্ড। গত আসরের শিরোপাজয়ী দলটির হয়ে বাকি গোলটা করেন জোয়াও ফেলিক্স।

বেটিসের দুর্গে প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। ম্যাচের ২১ মিনিটে লিড নেয় অতিথিরা। ছয় গজ বক্সের মুখে পেদ্রির কাছ থেকে পাওয়া পাসে জালে বল জড়ান তরেস। এই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। বিরতি থেকে ফেরার তিন মিনিট পর ফের উদযাপনের উপলক্ষ পায় সফরকারী দল। প্রথম দফায় তরেসের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয় চেষ্টায় বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন তরেস। যদিও বার্সেলোনাকে স্তব্ধ করে দিয়ে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি বেটিস। ৫৯ ও ৫৯ মিনিটে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার ইসকো ঠিকানা খুঁজে নিলে সমতা টানে বেটিস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close