ক্রীড়া প্রতিবেদক

  ২৩ জানুয়ারি, ২০২৪

ঢাকাকে থামিয়ে জয়ে ফিরল চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে নিজেদের প্রথম ম্যাচে জিতলেও পরেরটিতে হেরেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে তৃতীয় ম্যাচে এসে ফের জয়ের দেখা পেয়েছে বন্দর নগরীর দলটি। এবার তাদের শিকার দুর্দান্ত ঢাকা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করেছিল দুর্দান্ত ঢাকা। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় চট্টগ্রাম। হাতে ছিল আরো ১০ বল।

গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৬ রান তোলে ঢাকা। দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন লাসিথ ক্রুসপুলে। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে জয় তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রান তাড়ায় শুরুতে চড়াও ছিল চট্টগ্রাম। শরিফুলের করা প্রথম ওভারের শুরুর পাঁচ বলেই চট্টগ্রাম নেয় ১৯ রান। সেই ওভারেই অবশ্য আঘাত হানেন শরিফুল। তুলে নেন আবিস্কা ফার্নান্দোর উইকেট। ১২ রান করে সাজঘরে ফেরেন ফার্নান্দো।

চট্টগ্রাম শিবিরে দ্বিতীয় আঘাতটাও আনেন শরিফুল। এবার এলবির ফাঁদে ফেলে ফিরিয়ে দেন ওয়ানডাউনে নামা ইমরানুজ্জামানকে। দলীয় ২৮ রানে চট্টগ্রাম হারায় দ্বিতীয় উইকেট। জোড়া ধাক্কা খাওয়ার পরও ওপেনার তানজিদ তামিম ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। দুজন মিলে তৃতীয় জুটিতে যোগ করেন ৫৩ রান। তাতেই জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায়। দলীয় ৮১ রানে শাহাদাত ফিরলেও খুব একটা সমস্যায় পড়েনি। ৪৯ রানের ইনিংস খেলে দলের কাজটা আরো সহজ করেন তানজিদ হাসান তামিম। ৪০ বলে ৪৯ রানের ইনিংস খেলেন তামিম। শেষ দিকে ১৯ বলে ৩২ রান করে জয় নিশ্চিত করেন নাজিবুল্লাহ জাদরান।

এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম। ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ঢাকার। ইনিংসের শুরুতেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা। তার মাঠ ছাড়ার পর সাইফ হাসানও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। দলীয় ১১ রানের মাথায় আল আমিন হোসেনের বলে নাজিবউল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইফ। ৯ বলে ৯ রানের বেশি করতে পারেননি তিনি।

সাইফের বিদায়ের পর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতও টিকতে পারেননি। দলীয় ১৬ রানের মাথায় শুভাগহ হোমের বলে নাহিদউজ্জামানের হাতে ধরা পড়েন এ ডানহাতি ব্যাটার। তার বিদায়ের পর গত ম্যাচে দারুণ খেলা নাইম শেখও আস্থার প্রতিদান দিতে পারেননি। দলীয় ৩১ রানের মাথায় নিহাদউজ্জামানের বলে ৮ রান করে বিদায় নেন নাঈম। নাঈমের পর অ্যালেক্স রসও সাজঘরে ফেরেন মাত্র দুই রানের ব্যবধানে। এ ব্যাটারের ব্যাট থেকে ১১ রানের বেশি আসেনি।

সবমিলিয়ে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে ঢাকা।

সেই চাপ সামাল দেওয়ার দায়িত্বটা নেন ইরফান শুক্কুর ও লাসিথ ক্রুসপুল্লে। এ জুটিতে যোগ হয় ৪৯ বলে ৭৫ রান। দলীয় ১০৬ রানের মাথায় কার্টিস ক্যাম্ফারের বলে শুভাগতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্রিসপুল্লে। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৩১ বলে ৪৬ রান। এরপর আর কোনো ব্যাটার আস্থার প্রতিদান দিতে না পারায় শেষমেশ ১৩৬ রানে থামে ঢাকা। চট্টগ্রামের হয়ে বিল্লাল খান ও আল আমিন হোসেন দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

দুর্দান্ত ঢাকা : ২০ ওভার ১৩৬/৮ (গুনাথিলাকা আহত অবসর ১, নাঈম ৮, সাইফ ৯, মোসাদ্দেক ০, রস ১১, ইরফান ২৭, ক্রুসপুল ৪৬, চাতুরাঙ্গা ৩, কাদির ৫*, তাসকিন ১৫, শরিফুল ১*; শুভাগত ২০/১, আল আমিন ১৫/২, শহিদুল ৩১/০, বিলাল ২৮/২, নিহাদ ২৯/১, ক্যাম্পার ১০/১)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৮.২ ওভার ১৩৭/৪ (আভিশকা ১২, তানজিদ ৪৯, ইমরানউজ্জামান ১, শাহাদাত ২২, নাজিবউল্লাহ ৩২*, শুভাগত ৭*; শরিফুল ৪০/২, মোসাদ্দেক ১১/০, তাসকিন ২৬/১, সানি ১৪/০, চাতুরাঙ্গা ২৬/০, কাদির ১৬/১)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close